হে প্রিয়া , বলো কী চাও , কী দেব তোমায় ?
কেন এলে মৃদু হেসে সন্ধ্যা বেলায় !
কেন তুমি সারাদিন খোয়ালে হেলায় ?
কেন যে এলে না তুমি নির্ভাবনায় !
আজ এই অবেলায় পিছল পথে
কেন এলে ? ফিরে যাও ! নিরাশ হতে —
কেন চাও মোর কাছে ? আমি নিরুপায় !
কেন তুমি এলে বলো এই অবেলায় !
যখন ডেকেছি আমি , বলেছি— শোন !
মুখখানি ঢেকে কথা বলো নি কোন ।
সে দিনের সেই ডাক ব্যর্থ হয়ে গেল !
হু হু করে ভেসে গিয়ে শরণিকা পেল ।
বলো— কী করে ফিরে আসি সেখান থেকে ,
তবু মন এল ধীরে তোমায় দেখে ,
আমি যে রিক্ত আজি , কী বলি তোমায় !
বলো কেন এলে তুমি এই অবেলায় !
                ##########