অধর্মের দালালি যারা করে
           ধর্মের মুখোশ পরা তারা ,
সুবর্ণ সুযোগে তারা ছদ্মবেশ ধরে ,
          ধর্মের সঠিক দিশা হারা ।
বিধির বিধানে তাদের নেই বিশ্বাস ,
          ক্ষমতার আস্ফালনে অহংবোধী হয়ে
মানে না কখনো তারা স্রষ্টার পরিহাস ,
          নিজের ক্ষমতাবলে বাজি রাখে জয়ে ।
প্রকৃতির বিধানে যদি বিশ্বাস থাকে
          কেন তবে হাতিয়ার তুলে নাও হাতে ?
কেন ই বা পড়ে যাও ঘূর্ণির পাঁকে ?
          সংহতি কেন নেই নিয়মের সাথে ?
ধার্মিক নয় কোন সন্ত্রাসবাদী ,
          অর্থের লোভে তারা হয়ে লালায়িত
অক্টোপাশেতে তারা নিজেদের বাঁধি
          ভাবে না হতেই পারে কভু পরাজিত ।
বাধ্য হয়ে কখনো তারা আত্মঘাতী হয় —
          সরল বিশ্বাসী কিছু স্বর্গ-লোভাতুর ,
কখনো ভাবে না এটা ঠিক পথ নয় ,
          ধর্ম-নেতায় বিশ্বাস থাকে ভরপুর ।
ভাবে না কখনো তারা করছে লড়াই
          সর্বোত্তম শক্তির সাথে , প্রতিদ্বন্দ্বীতায়—
অবতীর্ণ হয়ে তারা করছে বড়াই ।
          সব ঠিক হত যদি নেতা শোধরায় ।
***********************************