ঘর আর পথ , দু’দিকের দুই পথ ।
ঘরের কোমলতা আর ঘরের স্থৈর্য
ঘরকে করে তোলে শান্তির নীড় ।
ঘর ঘরের মধ্যে থাকে লবঙ্গলতার মত সলজ্জ ,
ওটাই তার হয়ে ওঠে গর্বের আভরণ ।
পথের চঞ্চলতাই পথকে করে তোলে সীমাহীন ,
তাতেই সে হয়ে ওঠে নিখিল বিশ্বের একজন ।
অভিশপ্ত হয়ে ওঠে ঘর —
অবাঞ্ছিত তার কাছে থাকে চিরকাল ।
পথ যদি ঘরে এসে মেশে কোনদিন —
সেটা তার দুঃস্বপ্নের ভাগ্য বিপর্যয় ।
পথের উদ্দাম গতিই তাকে করে তোলে মহীয়ান ,
এনে দেয় সার্থকতা ।
পথকে কখনো গ্রন্থি দিয়ে বাঁধতে পারে না ঘর ,
গতি তার করিতে পারে না রুদ্ধ ।
পথ যদি হাতছানি দিয়ে ডাকে কখনো —
অবগুন্ঠনের অন্তরাল থেকে ঘর —
দৃশ্যমানের বাইরে থেকেই হয় সে বঞ্চিতা ।
তাইতো চিরদিন পথ চলে পথের দিকে ,
আর ঘর থাকে ঘরে, চির বন্দিনী হয়ে
              **************