কী করে প্রিয়া মোরে ভুলে গেলে হায় !
ব্যথাহত মন মোর কাঁদে বেদনায় ।
যদি তুমি ভুলে যাও নেই অভিমান ,
তোমাকে ঘিরিয়া র’বে আমার এ প্রাণ ।
প্রেমের সরসী যদি শুকিয়েও যায়—
আমি পড়ে র’ব তার বালুকা বেলায় ।
হারিয়েও যাও যদি এ জীবন থেকে ,
হৃদয় পরতে দেব স্মৃতিটুকু রেখে ।
প্রেম সর্বস্ব মোর জীবন-বেলায়
পারিবনা দলিতে তা অবমাননায় ।
নতুন জীবন পথে চলে যাও যদি
প্রসূণ ছড়াব পথে আমি নিরবধি ।
হৃদয় বেদিতে আমি রেখেছি তোমায় ,
সেখানেই থাকবে তুমি নিলেও বিদায় ।
                   —০—