জীবন নদী পাড় হতে চাই মানবতার তরী ,
থাকতে হবে শক্ত হাতে সততার হাল ধরি’ ।।
                 জ্ঞানমার্গের গুণ টানিয়া ,
                 পবিত্রতার হাল ধরিয়া
চলতে হবে পাড়ের লাগি ইষ্ট নামকে স্মরি’ ।।


আসবে পথে অনেক বাধা পাড়ি দিবার কালে ,
ঢেউয়ের পরে ঢেউ খেলিলে চলতে হবে তালে ।  
                     ডুবে যাবার নেই তাতে ভয় ,
                     মানবতার হবেই জয় ,
থামবে গিয়া তরীখানি মুক্তি সিঁড়ি ধরি’ ।।


ইষ্ট নামে সাঁতার দিলে , স্রোত হলে মন
অনুকূলে গা ভাসিয়ে থাকলে অনুক্ষণ—
                 পাড়ের সীমা আসতে পারে
                 সাচ্চা ছাড়া হইবে না রে !
অহঙ্কারের কুমীরেতে নেয় না যেন ধরি’ ।।
                *************