এসেছে ভাদর নদী ভরভর
তারই পাড়ে কাশ বন ,
পদ্ম দীঘির টলটলে নীর
ছড়িয়ে সরোজ কানন ।


বরষার কান্না আর কেউ চান না ,
মাঝে মাঝে তবু কাঁদে বর্ষা ,
অমল ধবল সাদা মেঘদল
ভেসে চলে নভ হলে ফর্সা ।


শিউলির শাখে মন চেয়ে থাকে ,
নিদ্রিত শিউলির কলি ,
অলি-প্রজাপতি করিয়া প্রণতি
হতাশায় যায় চলি ।


তৈয়ারি সবাই কোথা কিছু নাই
নেই কোনো উৎসব ,
তবুও ভাদর পাইতে কদর
নাই তার পরাভব ।


কখনো শাসে , কখনো হাসে ,
কখনো মলিন , কখনো বিলাসে
উল্লাসে করে সে শারদ বরণ ,
হয়ে দরদিয়া হৃদি উছলিয়া
উজার করিয়া মহা শারদীয়া
শিশির সিক্ত করিতে চরণ ।


বানাতে জমিন তা ধিন তা ধিন
চলতে থাকে কাজ-কর্ম ,
শরত রানীর সব সুখ্যাতির
পসরা সাজানোই ধর্ম ।
###########