পৃথিবীর প্রান্তে প্রান্তে অনশনে—
                    কাটায় কত জীবন্ত গোপাল !
একমুঠো ভাতের জন্য কেঁদে কেঁদে—
                    ঘুরে বেড়ায় সন্ধ্যা-সকাল ।
ফেরি করে জান দিয়ে কেউ খাটে জন ,
পাঠশালা ছেড়ে , দায় নিয়ে পালে সংসার পরিজন ।
কেউ বা উলঙ্গ , কেউ অর্ধনগ্নতায়—
ফুটপাতে কাটায় রাত , ক’জনে তাকায় !
ধাতব গোপালকে দেয় ভোগ তিন বেলা ,
অগণিত জ্যান্ত গোপাল এ ভাবেই লভে অবহেলা !
মহামূল্য সিংহাসনে বসিয়ে বিগ্রহ
খুশি করে পেতে চায় তার অনুগ্রহ !
অন্তরীক্ষে হাসে গোপাল— ‘কে মোরে খাওয়াবে ?’
আস্ত ত্রিভুবন দিলে মোর পেটে যাবে ।
পথের অনাথ শিশু , সে রহে বঞ্চিত !
তার পেটে অন্ন দিলে হই হৃষ্ট-চিত ।
****************************