দুর্গা নামের মুখোশ পরে আসছো আবার পুজো নিতে ?
দুর্গতিনাশিনী তুই কি অধিষ্ঠিতা এই বেদিতে ?
সিদ্ধিদাতা নামটিই সার , করছে সবই অনাসৃষ্টি ,
নইলে কি আর শরতকালে শ্রাবণ ধারায় হয় কি বৃষ্টি !
লক্ষ্মী , সে তো কোটিপতির , আধুনিকা হৃদয়হীনা ,
নইলে কি আর কোটি কোটি ধুকতো এত অর্থ বিনা !
ছেলে মেয়ের অশ্রু-জল আর বাবা-মায়ের দীর্ঘশ্বাসে----
থাকতে পারে চুপটি করে জগতের হইলে মা সে ?
বাণী দেবী ? রূপটাই সার , যোগ্যতা তার আছে কিছু ?
থাকলে কি আর থাকতে পারে সত্তর জন শতেক পিছু—
অশিক্ষিত দেশের মাঝে একবিংশ শতাব্দীতে !
আসল কথা জন্ম ওদের তেলে মাথায় আরো দিতে ।
তোদের পুজোয় লাভ কি মোদের না ই যদি হোস সবার তরে ,
থাক না তোরা বন্দী হয়ে সারা জীবন ধনীর ঘরে ।
সেনাপতি ! তরুণীদের তাক লাগানো রূপটি বটে !
দেশের কথা ভাবছে কি সে , আছে কি সে বুদ্ধি ঘটে !
দেশের মাঝে কেন তবে সন্ত্রাসীদের মাথাচাড়া ?
স্বধর্মকে ভুলে গিয়ে স্বার্থলোভে আত্মহারা !
সবাই তোরা ভন্ড সেজে আসছো কেন ধরাধামে ?
ওই চেয়ে দেখ শিব মহারাজ ত্রিশূল হাতে স্বর্গধামে !
ওই একটি লোকই আছে বটে নেই কোন তার পক্ষপাত ,
সময় এলে এক নিমেষে যবনিকা করবেই পাত ।
   *******************************