দিবা অবসানে দার্জিলিং


দূরের পাহাড় দেখে যেন মনে হয়—
সবুজ গালিচা মাঝে কোন দুরাশয়
জঞ্জাল বর্জন করে হেন কলুষিত
করিয়া রেখেছে তাকে , লাগে অবাঞ্ছিত ।
আবার হঠাৎ দেখে ধাঁ ধাঁ লাগে চোখে—
রজত চাদরে ঢাকা , বাধা দৃষ্টি-লোকে ,
মনে হয় বসে আছি সাগর বেলায়----
এতবড় পৃথিবীর শেষ সীমানায় ।


রাতের পাহাড় দেখে সঞ্চারি বিস্ময়
মহাশূন্যে বসে আছি বলে ভ্রম হয় ,
নীচেতে তারকা জ্বলে মিটমিট করে ,
গালিচা বিছানো গিরি কোথা গেল সরে !
শিহরণ জাগে মনে নিসর্গ-খেলায় ,
তাইতো বিদায় বেলা বেদনা জাগায় ।
     ###############