শারদীয়ায় দার্জিলিং


ডিজের দৌরাত্ম্য নেই পাহাড়ে কোথাও ,
বিদারিত রব নেই যেখানে কাটাও ।
লঘু স্বরে বেজে চলে সারা দিনমান
চন্ডীপাঠ শ্রুতি-সুখ আর সামগান ।
পারিপাট্য বিতরণ প্রসাদি ব্যাঞ্জন ,
পরিচ্ছন্ন পরিবেশ সযত্নে লালন ।
নিয়ন্ত্রিত যানবাহি দার্জিলিং ম্যালে
‘তিষ্ঠ ক্ষণকাল’—বাজে , সে চত্বরে গেলে ।


ধোঁয়াশা কোথাও নেই , খেলা কুয়াশার ,
সারাদিন খেলা চলে নয়ন বিহার ।
এই আছে এই নেই , কোথা উবে যায় !
সারাদিন কেটে যায় মায়ার খেলায় ।
দেখতে দেখতে গেল শত ঘন্টা পার ,
বিদায়ী পাহাড় বলে—‘ আসিও আবার । ’
    ################