মা বলিতে বাজে আমার !
               তবু বল্ মা তুই কে , কাহার ?
শান্তি যারা করছে বিনাশ
               তারাও ভাগী তোর করুণার ।।


               নেই কি রে তোর রীতি নীতি ?
               সেই পূজা নিস্ যথারীতি !
ওদের বিচার করবে কে বল্ ?
               না-ই যদি তোর থাকে বিচার ।।


পারিস্ তো মা জ্বালিয়ে দে রে
               ওদের মনে জ্ঞানের আলো ,
সেই আলোতে দেখুক ওরা
               রূপখানি তোর নয় রে কালো ।
               তুই যদি হোস্ জগন্মাতা ,
               হোস্ যদি তুই বিশ্বত্রাতা ,
এইটুকু কাজ করে নে তুই
               ওদের পূজা , মোদের সবার ।।
               ***************