উৎস ছেড়ে নদী কভু যায় কি চলে যায় !
বদ্ধ হলে জল-ধারা উৎসকে হারায় ।।


তখন সে কি নদী থাকে !
থমকে যায় সে একটি বাঁকে ,
স্রোতস্বিনী বলে তাকে কেউ ডাকে না হায় ।।


মেঘ ছাড়া কি বৃষ্টি আসে !
জল ছাড়া কি হংস ভাসে ?
চাঁদ ছাড়া কি আকাশখানা ভরে জোছনায় ।।


কৃষ্ণারাতে খুঁজেও কভু পাবে নাকো শশী ,
জোছনাকে সে ফাঁকি দিয়ে অন্ধকারে পশি—
পালিয়ে গেলে কাঁদবে রাতি ,
হারিয়ে গেলে নিজের সাথী—
চলার পথের গতি তাহার আপনি থেমে যায় ।।
      #################