মন চায় পাখি হয়ে উড়িয়া বেড়াই ,
পাহাড় সাগর-তটে যথা ইচ্ছা যাই ।
নীড় ঘিরে মায়া মোরে তাড়িয়ে বেড়ায় ,
‘ডানা কোথা ?’ যেই ভাবি মন কাঁদে হায় !
নিরাশা দুরাশা নিয়ে থাকি ম্রিয়মাণ ,
রাতের স্বপন ভেঙে হয় খান খান ।
আলীক ভাবনা নিয়ে কাটে অহর্নিশ ,
যাহাই অমৃত ভাবি হয়ে যায় বিষ ।


ওহে বিভু দিলে যদি , দাওনি কো বল !
ইচ্ছা তুমি দিলে বটে , নহে অবিচল ।
বিচলিত মন নিয়ে হয় কি সাধনা !
জল্পনা-কল্পনা শুধু হলে আনমনা ।
ইচ্ছা শক্তি তবু কেন নিষ্ফল শেষটা ?
*সফলতা সেথা যেথা দুর্নিবার চেষ্টা ।
  *********************