মন চায় ফুল হয়ে বিলাতে সুগন্ধ
উজার করিয়া দিতে আর মকরন্দ ।
কে নেবে আমাকে বলো , দেবে উপহার
প্রেয়সীকে দেবে তুমি নির্মাল্য না হার ?
শুধু মোর অনুরোধ করো না গো বাসি !
চিরদিন মোর  মুখে থাকে যেন হাসি ।
এর চেয়ে দামী আর কারো কিছু নাই ,
মন-প্রাণ দিয়ে তাই ফুল হতে চাই ।


রজনীগন্ধা না হয় সুগন্ধি গোলাপ ,
লাল সাদা যা-ই হই নেই অনুতাপ ।
হতে পারি গন্ধরাজ বেল জুঁই হেনা ,
সে ফুল চাই না হতে গন্ধ বিলাবে না ।
চোখের বাহার হতে চাই না কো আমি ,
করিও সুগন্ধি ফুল ওগো অন্তর্যামী ।
  ********************