ভাবি যাহা ভুলে যাই ক্ষণকাল পরে
স্মৃতির এ রোমন্থনে বিস্মৃতি সাগরে ।
যত চাই ভুলে যেতে দাঁড়ায় সমুখে
হারানো দিনের কথা লেখা সুখে-দুখে ।
অ্যালবাম খুলে দেখি গোপন মনের
কত যে অস্পষ্ট ছবি কত ধরনের—
স্মৃতিসুখ জেগে ওঠে , কত হাহাকার !
বেদনা মথিত করে মনের দুয়ার ।


অধুনা ভুলিয়া যাই আজকের গান ,
ছন্দের পতন ঘটে ভুলে যাই তান ।
স্মৃতি কেন ব্যথা দেয় বেদনা বিধুর !
কেন এত বিড়ম্বনা , হারানো সে সুর ,
সাঁঝের আঁধার দূরে আবছা আলোক ,
জীবনের খেলাঘরে নেই কোন লোক !
   ***********************