আমার স্বপ্নেরা রোজ মাখে বাংলার রোদ,
বাংলায় বুলে বেড়ায় ভাষার টানে৷
বাংলা গন্ধে মাতাল হয় জীবনবোধ,
মনের আঙিনায় ঝুঝে নেয় মাতৃভাষার মানে৷


আমার স্বপ্নেরা তৃপ্তিভরে শ্বাস নেয় বাংলার বায়ু,
হাপুস নয়নে বেড়ে ওঠে মনের ঢেউ৷
মাতৃভাষার টানে সতেজ হয় বাঙালীর স্নায়ু,
বাংলা স্বাদের ঘ্রাণ কি ভুলতে পারে কেউ?


আমার স্বপ্নেরা বাংলায় চোখ মেলে,
বাংলায় খেলে অবিরত৷
জীবন পথে বাংলায় হাসে প্রাণ খুলে,
স্বপ্নের ভাষা বাংলাকে স্বাগত৷৷