আমার পৃথিবীতে কোন শস্যল জীবন নেই,
আঁকড়া হয়ে সারা জীবন ভাসতে ভাসতে
সারকুঁড়ে স্থায়ী হয়৷
আমার জীবনে কোন কুয়োতলা জীবন নেই,
শুকনো দড়ি-বালতি মন নিয়ে
পিপাসার্ত কাকজলে টিকে থাকে৷


আমার কোন প্রত্যাশার ব্রিফকেশ নেই,
ছেঁড়া বুক পকেটে পাংশু হার্ট টা এক ঘরে থেকে
বিষাদ বুনে যায়৷
আমার কোন সুসংবাদ নেই
কিম্বা পরম প্রাপ্তির ঘটনাবহুল আনন্দ নেই৷


আনন্দ কেবলই বিয়োগের নামতার সারণীতে ....