এক একটা হাওয়া ডিগবাজি দেয় অনাহারী স্ট্রীটে ,
সেখানে একা একাই গান গাইছে রোদ্দুর...
বুকের অনুবাত ঢালে বৃষ্টিবহুল চাহিদার
ক্ষেত, হেঁটে চলে মনের চেতনায় আভিজাত্যের
মোড়কে আবদ্ধ আগামীর জন্য৷


স্বপ্ন ছেঁড়া আঁচলের খুটে বেঁধে অতিবাহিত
করে লুটোপুটি জীবন,
ব্যাথার শব্দ ঘোরে মনের প্রিজমে,
মোচড় খায় সব সময় দমহীন জীবনের
তৈরাশিক চাওয়া পাওয়ার তীব্রতা ৷


দিনের আলো মোচড়ায় নবোদিত ক্যালেন্ডারের চিহ্নিত অবকাশকে,
স্বপ্নেবাঁচা নানা প্রশ্নের ভিড়
এক একটা মোচড় দিতে দিতে
দুমড়ে মুচড়ে অনড় হয়ে ওঠে ৷


জীবনের প্রতিক্ষালয়ে
অনাবাদী সারণীর ফ্লেক্স ছিহ্নভিন্ন হয়
আকাঙ্ক্ষার ক্ষতে৷
যে মোচড় গুলো গভীর অনুভবের
কথায় স্নাত হয়,
সেখানে জন্ম নেয় জীবনযুদ্ধ .....
------------------------------------------