আমার শরীরের ভেতর তাকাও,
ভেদ করে যাও অনুভূতির রঞ্জন রশ্মিতে৷
দেখতে পেয়েছো আমার অন্তর্গঠন!
আরো ভেতরে এগিয়ে রেখো তোমার চোখ,
এবার দেখো আমার মনে তোমার মনের কোলাজ
রঙিন জরির ওড়নাতে বাঁধা৷
এ মন তোমার স্থাবর-অস্থাবর সম্পত্তি,
তোমাকেই দখলে রাখতে হবে,
দিতে হবে বেড়ার কংক্রিট
বপন করতে হবে আপন হৃদয়ের বীজ৷
দিতে হবে একটা আকাশ
চেরাপুঞ্জির একখানা মেঘ সমেত,
আমার এই মন ভিজতে ভিজতে
গড়িয়ে পড়বে তোমার শরীর ছুঁয়ে৷
তৃপ্তির আধবোজা চোখ থেকে
ভিজে যাওয়া মন
গোপন পথ বেয়ে আনবে ভালোবাসার প্লাবন....