আমার জীবন কাঁচা বাঁশের বাঁশি
তুমি ভরে দাও সেই বাঁশিতে সুর
মধুর ধ্বনি বাজুক কানে কানে
পুলকিত হোক মনের অন্তপুর।


তোমার পরশ পায় যদি মোর গায়
বাঁশ থেকে তুমিই বাঁশির রূপকার
জীবন আমার ধন্য হবে তবে
যদি পাই সেই বাঁশির অল্ংকার।


তোমার সুরে ভরে দিও সকল ছিদ্রখানি
কখনযে দিন ফুরিয়ে যাবে মনে জাগে সংশয়  
একটু ঠাঁই দিও মোরে তোমার চরণ তলে
তোমার সেবক এই যেন হয় আমার পরিচয়।  
==========================