সারা জীবন কেটে গেল আঁধারে
মনমন্দিরে কেউ প্রদীপ জ্বালেনি
আঁধার ঘরে বসে চাঁদ দেখেছি
জ্যোৎস্না আমার ঘরে এসে পড়েনি।


যৌবনের ঢেউয়ে উথাল পাথাল
কেউ এসে ঢেউ মাখেনি
দূর থেকে শুধু সাগর দেখেছে
হাত ধরে কেউ জলে নামেনি।


ঠোঁটের কোনের হাসিটা দেখেছে
চোখের কোণাটা কেউ দেখেনি
প্রকৃতির বসন্ত চলে যায় বয়ে
আমার বসন্ত কভু আসেনি।

হৃদয়ের কোনে গভীর গোপনে ফোটা
প্রেমের কুসুম কেউ দেখেনি
সুপ্ত হৃদয়ে তপ্ত বাতাসে ঝরা
শুকনো গোলাপের খোঁজ কেউ রাখেনি।  

জীবন সূর্য মধ্য গগনে
মাথায় ছাতা কেউ ধরেনি
তরু ছায়া তলে মাথা রেখে কোলে
ভালোবাসি কথাটা কেউ বলেনি।
=====================