[১৩।। বাঁচার লড়াই ।।    
বিশ্ব জুড়ে অবক্ষয় মানবতার-
দিন আসছে ডারউইনকে আঁকড়ে ধরে বাঁচার।


[১৪]  ।। রূপান্তর ।।      
জনমের আমি, এখনের আমিতে নেই আর-  
ক্ষয় হয়েছি দেহের কোষে, নতুন জন্মেছি বহু বার।    


[১৫]  ।। দু’মুখো ।।    
জীবনে সমালোচনায় জর্জরিত হয়ে যাই-    
সামনে লাশ শূন্য হৃদয়ে গুণগান করে সবাই।  


[১৬]  ।। আমি কার ।।  
আমি জানি না, আমি কার-
আমার শরীর অর্ধেক মা’র আর অর্ধেকটা বাবার।


[১৭]  ।। শূন্য ।।  
মুঠো করে জন্মেছ, কিছু নেই হাতের তালুতে-
ফিরে যেদিন যবে সেদিন দেখবে স্মৃতি ছাড়া কিছুই নেই ঝুলিতে।


[১৮]  ।। বেদনা ।।      
ঝিনুকের পেটে জন্ম নেয় চকচকে মুক্তো-  
বাইরে বেরিয়ে বুঝল না সে মৃত ঝিনুকের কষ্ট।