কেউ চির প্রিয় জন, কেউ শুধু প্রয়োজনে প্রিয় জন    
গলায় ঢাললে বিষ চিকিৎসা আছে জানি
কিন্তু কানে যদি ঢালে কেউ বিষ
তার চিকিৎসা কোথায় আমি খুঁজি অহর্নিশ।
তীব্র বিষাক্ত কথার বান ধেয়ে আসে অবিরত
হৃদয়কে করে ক্ষত বিক্ষত
রক্তকনা ঝরে পড়ে অন্দরে
বেশ ভালো আছি হাসি মুখে জানাই সবারে
শুধু লোক দেখানো বাহিরে।


পরিবর্তন আর খুঁজিনা মানুষের মধ্যে
আয়নায় খুঁজলে পাওয়া যায় অনেক প্রশ্নের উত্তর।
যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ অনুভূত হয় বেদনার
শ্মশানে পুড়ছে যে নেই তার জ্বলনের অনুভূতি।
জীবন দশায় জ্বলে চলেছি একে অপরের
শুধু শুধু দোষ যত দেই আগুনের।  


নিজের বেদনাকে আড়াল রেখে
এগিয়ে চলেছি সামনের দিকে
গভীর নদীর মতো বয়ে চলেছি নিঃশব্দে।
কান্না ছাড়াও যে দুঃখ আছে কয় জন বোঝে?
কালের নিয়মে পরিবর্তন আসে মানুষের
মানুষ ভুলে যায় সময়কে
সময় মনে রাখে সব, ফিরিয়ে দেয় কালের নিয়মেই।  


সম্পর্কের কদর করতে গিয়ে
বার বার ঝুঁকিয়েছি মাথা, হৃদয়ে বয়েছি ব্যাথা
সবাইকে খুশি করতে গিয়ে নিজে হয়েগেছি একা।  
জীবনের দীর্ঘ পথ অতিক্রান্ত
আর আপনজন খোঁজা নয়, শুরু হোক নিজেকে খোঁজা
পথ হয়তো দেখাবে লোকে গন্তব্য খুঁজে নিতে হবে নিজেকেই
রোদ পড়লে নিজের ছায়াও আড়াল হয়ে যায়
দুঃখ আর বেদনা শুধুই পেছনে তাকায়
অনেক ভিড়ের মাঝেও আমরা খুব একা।  
===============================