একটা ঝড় চাই একটা ঝড়,
প্রবল উদ্দ্যাম ঝড়।
যে ঝড়ের প্রবল আঘাতে ধুয়েমুছে সাফ হয়ে যাবে
সব যন্ত্রণা সব ভয়।
আর কত দিন মুখ বুজে থাকবে,
সহ্য করবে অব্যাক্ত যন্ত্রণা।
আর কত দিন সয়ে যাবে,
অপমান আর লাঞ্চনা।।


একটা ঝড় তোল একটা ঝড়,
মুছে যাক সব মলিন স্মৃতি
কেটে যাক যত ভয় ভীতি।
কঠোর মনের প্রবল জোয়ারে প্লাবিত হোক তীর
সমাজের যত অশুভ শক্তির
ভেঙ্গে দাও তাদের নীড় ।।
চারিদিকে হাহাকার যন্ত্রণার আর্তনাদ।
খবরের কাগজে রোজ সকালে মানুষের রক্তপাত।।


আর কতদিন সন্তানের রক্তে,
রাঙাবে মায়ের আঁচল ।
আর কতদিন দেখতে হবে,
সন্তান হারা মায়ের কোল।।
এবার আনো কঠিন আঘাত
তোল মুষ্টিবদ্ধ হাত।
দূর হঠাও যত জ্ল্লাদদের সমাজের যত ক্ষত।
একবার জ্বলে ওঠো হে নবীন
বহ্নিশিখার মতো।।


অপরাধীদের চোক রাঙানি
নিরীহ নারীর শীলতাহানি
সরকারী কাজে যত বেইমানী
সব হোক তার অবসান।
একটা ঝড় তোল একটা ঝড়
প্রবল উদ্দ্যাম।।


ওঠো, জাগো, থাকোনা আর শুয়ে দিবানিদ্রায়।
দোর গোড়ায় আজ কড়া নাড়ছে
কিছু হিংস্র পঙ্গপালের ঝাঁক।
রূপ ধরো রুদ্রমূর্তি, ভয়ঙ্করী শ্যামা,
ছাতিতে পা দিয়ে জীবটা টেনে ধরো শক্ত করে
বদরক্ত গুলো সব বেরিয়ে যাক।
===========================