ভালোবাসা দেওয়ার লোকের অভাব নেই…
কিন্তু তুমি রাখবে কোথায় সেই অমূল্য ধন।
একবার নিজেকে তাকাও…
গায়ে যা লেগেছে কালি
সেগুলি মোছা যাবে অনায়াসে।
কিন্তু ভেতরে যে জমেছে কালি
সেগুলি মুছবে কিসে?
শুধু চাইলেই তো হয় না…
রাখার জায়গাটাও পরিষ্কার থাকা চায়,
স্বচ্ছ কাঁচের মতো নিষ্কলঙ্ক নিরালায়।


প্রেম প্রীতি ভালোবাসা মায়া মনুষ্যত্ব…
এগুলো এখনো শেষ হয়ে যায় নি।
তাই পৃথিবীটা এখনো এতো সুন্দর লাগে,  
বাঁচতে ইচ্ছে করে, কিছুতেই ছেড়ে যেতে চায় না মন
মানুষ অমরত্ব লাভের স্বপ্ন দেখে
মৃত্যুকে পেছনে রেখে।  


জীবন দুঃখময়…
হতাশা, অবসাদ, কান্না, যন্ত্রণা এগুলো থাকবেই,  
থাকুক না এগুলো জীবনের এক কোনে
কোন এক ডাস্টবিনে।
উপভোগ করো সুন্দর মুহূর্ত গুলোকে,  
অতীত, ভবিষ্যৎ’কে ভুলে শুধু বর্তমানে।
কেন বার বার অতীতকে টেনে এনে
ব্যাথায় রিক্ত হবে জীবনে?
কেন খামোখা ভাবনায় বিভোর থাকবে
ভবিষ্যতের মিথ্যে জাল বুনে?  
মনের জানালাটাকে খুলে দাও বড় করে
একসঙ্গে অনেকটা আলো আসুক ভেতরে  
অনেকটা স্নিগ্ধ বাতাস লাগুক দহিত প্রানে।
শীতল হোক দগ্ধ হৃদয় আনন্দে ভরে উঠুক জীবনে
হাজার রঙ বেরঙের ফুল ফুটুক হৃদয় কাননে।  
আগামীর পথে চলা শুরু হোক দুঃখ গুলোকে ভুলে
সব কিছু মেনে নিয়ে বন্ধুর পথ বেয়ে
ভালোবাসা আর ব্যাথা থাকুক হৃদয়ে পাশাপাশি
যেভাবে রেল লাইনের পাত আছে শুয়ে।
=============================