হাজার মুসলমান দেখলাম বাইরে
আমি দাঁড়িয়ে মন্দির মাঝে
হাজার খ্রিস্টান ঘুরে বাইরে
আমি যখন মাঝারে।
গির্জার জানালার বাইরে দেখি হিন্দু আর মুসলমান,
মন্দির মসজিদ গির্জাতে খুজি ধর্মের সন্ধান।
একদিন আমি নাস্তিক হয়ে ছাড়লাম সকল ধর্ম
মানব সেবাই নিয়জিত হলাম ভেবে নিজের কর্ম।
কৃষ্ণ যীশু আল্লার মাঝে আজ আমার অবস্থান
আমি এখন দেখতে পাই শুধু মানুষের সমাগম।  
আমার হৃদয় চিনিতে পারেনা আজ…    
কে হিন্দু, কে মুসলমান আর কে খ্রিস্টান।
==========================