দাঁড়িয়ে আছে পথের ধারে একলা মাথা তুলে
নেই অভিযোগ নেই অভিমান সকল কষ্ট  ভুলে।
কেউ নিয়ে যায় পাতা কেটে কেউ ছিঁড়ে খায় ফল
কেউ দেয় না দয়া করে একটু গোড়ায় জল।
ছিলে নেয় তার গায়ের চামড়া তাও করে না মানা
রস টেনে নেয় শরীর থেকে সকলের তা জানা।
বিনা যত্নে মানুষ হলো দিল না কেউ মাটি
স্বার্থপর কেবল হয় বেইমান খেজুর গাছটি খাঁটি।
সারা জীবন দিয়ে গেল মিষ্টি রসে ফলে
শেষের দিনে সেই একলা জীবন সবাই গেল ভুলে।
অবশেষে রুগ্ন দেহে পড়ে থাকে অবহেলায়
গাছটির কথা কেউ ভবেনা যারা ছিল তার ছায়ায়।
ঝড় বাতাসে পরে না তবু, তার করতে মাথা নত
হাজার দু:খেও আছে মাথা তুলে, ঘরের পুরুষ মানুষটির  মতো।
============================
Harendra✍🏻