সুপ্ত ছিল মনে গভীর গোপনে,
অপ্রস্ফুটিত কলি হৃদয়ের কোনে।
বহিল বাতাস আজি বসন্তের কালে
ভাঙ্গিল সিন্দুক মোর আজ প্রেমানলে।।


আজ মন আনচান, অলীক বাসনা জাগে মনে,
যুদ্ধের ঘোড়া যেন ছুটে রণাঙ্গনে।
টানিয়া ধরিতে চাই বাগ নাহি মানে,
ছুটছে তীব্র বেগে শয়নে স্বপনে।।  


প্রিয়ার প্রতিচ্ছবি আসে ক্ষণে ক্ষণে,
চক্ষু উদ্বেলিত হয় ক্ষণিক দরশনে।
ব্যক্ত নাহি করিতে পারি ভুলে লজ্জা- আবরন
যদি গৃহিত না হয় আমার প্রেম, সে করে বর্জন।।  

লুকায়িত পবিত্র প্রেম ছিল সুপ্ত হৃদি মাঝে
বাহির হইল সে অপরূপ সাজে।
ফুটিল প্রেমের কুসুম ঘিরিয়া অন্তস্তল
প্রাণের মাঝে আজি জ্বলে দাবানল।।
============================================