রক্ত শোষণকারী আছে অনেক প্রাণী
সবাই কিন্তু আছে বেশ খাসা
নিজের আখের গুছিয়ে নিয়ে বেশ
কেবল বদনাম পায় জোঁক আর মশা।


কেউ খায় খিদের জ্বালার বসে  
কেউ চুষে খায় মিথ্যা ভালোবাসায়
কেউ খায় রাখতে নিজের গদি
কেউ চুষে খায় ধনী হোওয়ার নেশায়।


রক্ত টানে যে যার মত পথে
যত আছে রক্ত চোষা জীব
রক্ত যাদের চোষে তারাও মানুষ
দোষ শুধু নিরিহ কিংবা গরীব।


পাও যদি এমন কোন রক্ত শোষণকারী প্রানী  
দেখবে তাদের বিশেষ আছে গুন
সোজা হয়ে দাঁরাও সাহস নিয়ে
তাদের মুখে ঘসে দিও চুন।
=====================