পতিতাবৃত্তি শুধু নারীরাই করে,
এ সমাজ তাই কয়
যে পুরুষ যায় পতিতালয়ে
সে সাধু নয় নিশ্চয়।


সমাজের নীতি ধর্মের ভীতি,
তাই বিধবা পরে সাদাসুতি।
কত জন পুরুষ সাদা পরেছে,
যারা হারিয়েছে তাদের সতী?


কালের আমোঘে বিশেষ যোগে
যদি না পড়ে বাঁধা
পুরুষ কখনো হয় না নষ্ট
নারী হয় লগ্নভ্রষ্টা।


এ সমাজ একদিন প্রশ্ন করেছিল
কলঙ্কিনী সীতা।
অবৈধ শুধু মাতা জনম দেয়
অবৈধ কেন নয় পিতা ?


সমাজপতির ন্যায়দণ্ডে
জ্বলন্ত চিতায় শুধু সতী
দণ্ডদাতা বিচার করেনি
সহমরণে কেন নয় পতি।


একক নারীর অধিক পুরুষ
কহে সমাজ অসতী।
অধিক বিবাহেও একজন পুরুষ
হয়ে থাকে ধর্মপতি।


একই কাজে একই অপরাধে
ভিন্ন কেন হয় সাজা।
এ সমাজ কখনো ভেবে দেখেছে ?
এটা সমাজের লজ্জা।


তৈরী হয়েছে অনেক আইন
আছে তার রক্ষাকারী
নারী পুরুষ তো পরিপূরক
বিপরীত নয় নর আর নারী।


ভুল ভেঙ্গে যাক সমাজপতির
ঠিক হয়ে যাক মনের দাঁড়ির
মিত্তিকাঁটায় মাপলে কারো
পাল্লা যেন না হয় ভারী।
=====================================