কি পেলাম নির্বাচন করে
নেই জনতার স্বাদ
যদি হয়ে থাকো বাম
তবে ডান দিকটা বাদ।


রক্তে রাঙ্গালো জন্ম ভুমি
কারো ভেঙ্গে গেল ছাদ
পদে পদে যেন রাখা আছে
গরীব মারার ফাঁদ।


ধনীরা আরও হচ্ছে ধনী
গরীবের জীবন শেষ
ভোট দিয়ে পেলাম বুঝি
এমন নির্মম পরিবেশ।


দু’মুঠো ভাতের তরে
গরীব ঝরায় ঘাম
নেতারা আছে মহাসুখে
জনতা পায়না দাম।


যৌগ্যরা আজ কেঁদে মরে
রাস্তার ধারে বসে
করের টাকা লুট হয়ে যায়
পেছন দরজা দিয়ে।


দুর্নীতি আজ রন্ধ্রে রন্ধ্রে
পঙ্গু হচ্ছে দেশ
দশের টাকায় ভরছে পকেট
দেশ করছে শেষ।

গুণীদের আজ নেই সমাদর
জ্ঞান দেয় রংবাজ
জনসেবা কেবল মুখের কথা
আসলে করবে রাজ।


হৃদয় তাদের সিক্ত করেনা
মহাপুরুষদের বানী
অক্টোপাসের মতো জড়িয়ে যাচ্ছে
ক্ষমতার চোখ রাঙ্গানি।


যারা তাদের বসিয়েছিল
দেশের উচ্চ মসনদে
তাদের ঘরের বাচ্চারা আজ
খিদের জ্বালায় কাঁদে।


যারা তাদের দিয়েছিল হাতে
দেশ চালানোর ক্ষমতা
তারাই আজ পিছিয়ে পড়া
দেশের উপেক্ষিত জনতা।


মানুষে মানুষে বাড়ে ভেদাভেদ
কার কতখানি মাটি  
ধর্মের সুড়সুড়ি দিয়ে কানে
নিজেরা সাজায় গুটি।  

ভাবতে গেলে অবাক লাগে
হায়রে দেশের জনগণ
কি স্বপ্ন দেখেছিলাম, আর  
পেলাম কি এখন।


দেখছে সবাই বুঝছে সবাই
বলছে না কেউ কথা
চেয়েছিলাম কি আমরা সেদিন?  
এমন সব দুর্নীতিবাজ নেতা!  
=======================