সুন্দর ফ্রেমে বাঁধা কবি
ফুলের মালায় কন্ঠ তোমার রূদ্ধ,
ধূপের ধোঁয়ায় ঝাপসা দৃষ্টি,
প্রদীপের তাপে শুকায় চোখের জল।


সবার রক্তে ফ্রেমে বাঁধার নেশা।
কুকুরের তাড়া খেয়ে কোনও বিড়াল,
যদি ধাক্কা দেয়,.
শুকনো থালা ছুঁড়ে দেয়,
ক্ষুদার্থ কোনও শিশু।
ভেঙে যায় কাঁচ ফ্রেম।
রক্তের ভয়ে পালায়
তোমার ভক্তের দল!


সেদিন!
কে দেবে তোমায়
ফুল মালা চন্দন?
ভক্ত আজ পেশাদার।
প্রেমিক!
সে তো ভক্তের ভিড়ে পদপৃষ্ট।
রিক্ত!
সে তো বিত্তের দোহার।
হায় কবি!
কত খেলবে কবি বন্দি খেলা?
কবে ঘুঁচবে
ফ্রেমে বন্দির মোহ?
মুক্ত হও কবি
মুক্তি দাও মানবে
বন্দি হও সকল হৃদয়ে।
আর ফ্রেমে নয়,
বেরিয়ে এস মানবের জীবন যুদ্ধে,
সকল বাঁধন ভাঙার আন্দোলনে।