ঈশ্বর
তুমি আতঙ্কের আতঙ্ক
ভয়ঙ্কর অন্ধকার।
অনাবিষ্কৃত প্রকৃতি রহস্যের প্রপঞ্চক।
সন্ধানী দৃষ্টির দুর্ভেদ্ধ্য কুহেলিকা।
তুমি আত্মশক্তিহীন দুর্বল চিত্তের,
দিশাহীন উন্মাদনা।
বিসর্জিত শক্তি কীর্তি তোমার করুনা সাগরে।
তুমি
শ্রমবিমুখ সংগ্রামহীন প্রত্যাশা,
অলস চিত্তের কর্মহীন ভাবনা।
উজ্জীবিত তোমার তোমার উদ্দীপনে,
সঞ্জীবিত তোমার সঞ্জীবনে,
যত পরশ্রমভোগী বিভেদকামী।
তোমার ছলনায় কন্ঠরূদ্ধ পীড়িতের,
লাঞ্ছিত বুকের অগ্নশিখায়,.
তোমার আরতি।
অত্যাচারীতের সকরুণ আর্তনাদ
তোমার জয়দ্ধনী!
শোষিতের অশ্রুধারায়,
তোমার পদসিঞ্চন।
ঈশ্বর
তুমি বিবর্তন বিস্মৃতি,
প্রগতির প্রতিবন্ধকতা।
তোমার চাপে,
শান্তির শ্বেতপাত্রে হয় রক্তবমি।