আমার কবিতার জন্ম
রচনা সমগ্র রচনাবলী
কাব্যগ্রন্থ থেকে নয়,
তার জন্ম
তাদের বঞ্চনায়
শান্ত দাস্য সখ্য বাৎসল্য
মধুর প্রেমের ছলনায়।
রামধনু
ময়ূরের পেখমে নয়
তার জন্ম
তীর বেধা পাখির
বুকের রক্তধারায়,
ফাঁদে পড়া পাখির
পায়ের ক্ষত, ডানার ঝাপটায়,
তার জন্ম
গেরস্থের পুড়ে যাওয়া
ধানের গোলায়,
দাবানলে ঝলসে যাওয়া
গাছ গাছালির,
পোড়া ডালপাতার ধোঁয়ায়।
তার জন্ম
ঝড় প্লাবনে
নিরাশ্রয় আর্ত নরনারীর কান্নায়।
মন্দিরের
অধিষ্ঠাতা অধিষ্ঠাত্রীর
শুভাশীষে তার জন্ম নয়।
তার জন্ম
দেবদাসীর জীবন যন্ত্রণায়।
রৌদ্র তাপে
পুড়ে যাওয়া চামড়ায়,
আমার কবিতার জন্ম
ইতিহাসের বিড়ম্বনায়
ধ্বংস স্তূপে প্রাণ প্রতিষ্ঠায়।