তারপর ঘুম ভেঙ্গে যায়
পাড় ভাঙ্গা শব্দে ঘুম ভেঙ্গে যায়।
আমি হাঁটতে থাকি উদাস মনে মনে
সিগারেট ধরিয়ে বলি
কেন তুই পাড় ভেঙ্গে গড়িস নতুন করে।



আমি তোমার চুলে নোনা গন্ধ পাই
ধ্বংসের গন্ধ, সৃষ্টির বানী খুঁজি।
আমি তৃষ্ণার্ত পথিক নদীর পাশেপাশে
সর্বত্র টুকরোটুকরো স্বপ্নের আত্মা জমা করি।
কন্ঠে আমার বাউলের সুর গর্জে ওঠে
আমি কাঁদতে থাকি,  গাইতে থাকি
ও জীবন ছাড়িয়া যাসনা মোরে-আয় পৃথিবী গড়ি।
আমার ঘুম ভেঙ্গে যায়।



তারপর ক্ষুদার্ত মানুষের চোখে চোখ রাখি
আমি অবাক হই, কি যেন প্রশ্ন চোখে।
হাজার বিদ্রুপ আছড়ে পরে আমার উপর
আমি পালাতে থাকি জনপথ ছেড়ে
চলতে থাকে নদীর জল পাশাপাশি।
জীবন থাকেনা থেমে---
আমার ঘুম ভেঙ্গে যায়।