তোমাকে জানতে সারাটা বিকাল গায়ে ঝড় মাখলাম,
খালি গায়ে চটি জোড়া হাতে নিয়ে ভেজা ঘাসে হাঁটলাম।


জ্বরের গরমে প্রতি রোমকূপে চাতকের গাঢ় শ্বাস,
ভরা পিপাসায় চাহিদার তরে গড়ে তুলি বসবাস।


আকাশে অধীর মেঘগুলি সব পটে লেখা ছেঁড়া ছবি,
শ্যামলী রুপালী গীত বরিষনে উঠোন সাজায় কবি।


পাখিদের স্রোতে ভেঙে পড়ে গান ডানার পাঁজর মূলে,
অমিত গতির প্রবল আঘাতে ভেসে যাই নদীজলে।


মনের ভিতর ঘাসমাটি বেয়ে যাবতীয় অনুভূতি,
অপার লিপ্সায় মনের মাঝে জ্বেলে রাখি সাঁজবাতি।।