মুহূর্তরা ফিরে আসেনা
যখন আকাশে বাঁকা চাঁদ তোর ঠোঁট ছোয়
আমি তোর হাতে হাত রাখি।
দক্ষিনা হাওয়ায় সরে যাওয়া আচল তলে
আমি তোর স্পর্শ অনুভব করি
ভালোবাসতে থাকি তোকে।


স্পর্শের আগুনে পাওয়া নাপাওয়া বিদ্রোহ
মুহূর্তদের ভিড়ে প্রেম অসহায়।
ইচ্ছেমত পাওয়া যায় তোকে
যখন তখন নিজের মতো করে।
তবুও বারবার ছেড়ে চলে যাস আমায়
নিঃস্ব আমি গভীর প্রেমে তোর
ভিজতে থাকি আপনমনে
রোদ-বৃষ্টি ইচ্ছে মতন।


মুহূর্তরা ফিরে আসেনা
পথে একলা আকাশ জমাট বাঁধা মেঘ।
আমার স্পর্শরা খুজেফেরে তোকে
তোর বুকের গভির মাটি খুঁড়ে
নিজেকে খুজে পেতে চাই।
তোর চোখের গভির কালিদহে
আমাকে আবার দেখতে চাই।