তোমরা জীবনকে নগ্ন বলো__
জীবন নগ্ন নয়, নগ্ন তোমার দৃষ্টিকোন
নগ্ন তোমার সমাজ, নগ্ন সভ্যতা
নগ্ন তোমার নিজস্ব অন্তরের চাহিদা।


পথচলতি আবাল-বৃদ্ধের লোলুপ চোখ
কলেজ ফেরত যুবতির বুকে।
পনের পেরোনো কিশোরের চোখ
খোজে ছাদে-ব্যলকনির শুকোতে দেওয়া ব্রা।
বাসে-ট্রেনে নানা অছিলায়
শরির শরির ছোঁয় লুকোনো কামে।
সাজানো শরিরের বাড়ন্ত নেশায়
বোকা বাক্সের ফ্যশন টিভি।
সভ্যতা মাথা খোঁড়ে সন্ধ্যা মদের খোয়ারে
অফিসার থেকে বাসের কনট্রাকটর
তাড়িয়ে তাড়িয়ে হাসিমুখে নগ্নতা পান করে।
ভোগ করে নগ্নতা অন্তর্বাসহীন লোভী চোখ।


তোমরা যাদের  বেশ্যা বলো
শরির তো তাদের পেটের খিদে
তোমরাও তো বিক্রি হও দৈনন্দিন লোভে।
খবরের কাগজের ধর্ষিতা মেয়েটি
সবার আগে কামের চোখে নিলামে ওঠে।
তোমরা জীবন কে নগ্ন বলো?
নগ্ন জীবন নয়,  নগ্ন সভ্যতা
নগ্ন তোমার কাম বাসনা।