নিজের যতটুকু আগলে রেখেছো,
হারানোর ভয়ে ক্লান্ত করে
একটু হাসতেই পারো, তুমি যেমন
মুখোশের আরালে মুখটা ঢেকে রেখেছো
আমিতো আছি, তোমার মনের নদী-জল
তোমাকে আঁকতে আঁকতে
মনপটে স্থিরচিত্র ফুটে উঠছে নীল--
চুরির শব্দ রিনঝিন বুকে
আকাশ কুসুম ছেড়া স্মৃতি পাতা
তুমিহীনতাই বেজে চলেছে অবিরত।।