জানিস অয়ন্তিকা
তোকে আজ ভীষণ ভাবে অনুভব করছি
আজ তুই কাছে থেকেও অনেক দুরে‌।


না তুই বদলে যাসনি
বদলেছে সময় বদলেছে তোর আমার
কাছে থাকার গল্পটা।
নতুন নতুন করে গল্পের চরিত্রের আচর
দুজনের মাঝে তুলেছে শূন্যস্থান‌।


আজও তোর হাতের আয়নায় নিজকে দেখা
তোর ঠোঁট, পোড়া সিগারেটের মতো ফেলতে না চাওয়া সুখ টান‌‌।


তোর হৃদস্পন্দন শিরা উপশিরার রক্তের স্রোতেভাসি
এপাস ওপাস জড়িয়ে ওঠে অন্য রকম ভালোবাসা
তুই জানিস আমি জরিয়ে থাকতে ভালোবাসি‌ ।


অয়ন্তিকা শুধু তুই আমি নয়
তোর আমার মত অনেকেই বেচে আছে এ
ক্লান্ত শহরে।
দৌড়তে থাকা তুই আমিও মিশে আছি।