বৃষ্টি তুমি কোথায়?
গেল বৈশাখ !


দেখতে দেখতে জ্যৈষ্ঠ শেষ!
আষাঢ়ের দিন এলো ঘনিয়ে,
রুদ্রের কিরণ যেন অনুনের তাপ।
দেবতার ইচ্ছা সলিলে
ভিজিয়ে দাও ভূ- মন্ডল ।


অবনী ঠাকুর মৃত্তিকা অলিকে করো না রাগ ।
ক্লান্তিহীন অর্ক
তাকিয়ে রয় নয়নে।


মাঠ-ঘাট খাল-বিল ,পর্বত গিরি,
মেঘ তোমার অপেক্ষা গগনে,
দেবলোক থেকে বসন্তদূতের মত
তড়িৎ নেমে এসো তোমার নিমন্ত্রণ এ ভুবনে,
অরণ্য পুষ্পদের আকুতি,
ঝিরিঝিরি শ্রাবণে ভরিয়ে দাও তটনী।