এসো জাম্বুরী


আদো রাতের স্বপ্ন
পীড়া দেয় নিঃসীম সীমান্তে।
মনের খোরাক হয়ে পুনর্গঠনের অনুপ্রাস,
শব্দবন্দী তুমি নামক,
চেতনার লুকোচুরি মস্তিষ্কে ।
প্রস্ফুটিত পদ্ম চাঁদের আলোয়,
নিত্য খেলে ভরা পূর্ণিমায়।


প্রতিমার চরণে আরাধনা করো,
নিজের চরকায় তেল এলোকেশী তুমি ।
ষোল কলা পূর্ণ হলে ,
মহামারী শেষে ।
একগুচ্ছ পুষ্পের সুভাস নিতে ,
অফুরান উচ্ছাসে এসো জাম্বুরী ।
সন্ধ্যাতারার বাসরে ,
অন্তিম কাঠবিড়ালীর প্রেম ।


হঠাৎ থমকে দাঁড়ায় রূপালী সংগীত ।
একজোড়া প্রজাপতি অদৃশ্য হয়,
বিস্তীর্ণ জলপ্রপাতে।