বন্যপ্রাণী‌দের পদচারণার চিহ্ন
এখ‌নো নরম কাদার উপর বেশ স্পষ্ট,
ত‌ার অা‌গে ঘাসাবৃত মসৃন সমতট;
হঠাৎ হুরমু‌রি‌য়ে জলজট
ছোপ‌ছোপ নোংরার সমাহার পা‌য়ের তলায়
জলকাতর সব তৃণগু‌লি এ‌কেএ‌কে
শরীর নে‌তি‌য়ে অাত্মসমর্পন কর‌লো,
জ‌লে-‌ফোলা খড়কু‌টোগু‌লি
ত‌লি‌য়ে যে‌তে যেতে
শৃগা‌লের গর্তগু‌লি‌তে ঠাঁই নি‌লো,
তবু বসবাস জীব‌নের !
শৃগা‌লেরা কোথা তা কেউ জা‌নেনা,
তারপর অাধাশক্ত ভূ‌মির বুকজু‌ড়ে
কাঁশফু‌লে‌দের অবাধ্য ছড়াছ‌ড়ি,
যেন খুব য‌ত্নে বীজ বুনে‌ছে কেউ !
তারও প‌রে সবুজ ঘা‌সেরা পা‌টি বিছায়
পূ‌র্বের ন্যায়, খড়কু‌টো জ‌মে;
অাবা‌রো জলজট হবার সমূহ সম্ভাবনা,
তবুও সন্ধ্যা নাম‌লে বাসা বাধার নি‌মি‌ত্তে
শৃগা‌লের দল গর্ত খোঁড়ার সমীক্ষা চালায়,
কেবল মানুষই একইরকম ভা‌বে
মে‌নে নেয় বিবর্ত‌নে বসবাস।