অামার যখন সময় হয়
তু‌মি তখন নিদ্রা যাও
কল দি‌তে ব‌ড়ো ভয়
নিদ্রা ভে‌ঙ্গে কষ্ট পাও !
তোমায় ভে‌বে মু‌দি অাঁখি
স্ব‌প্নে যেন পাই দেখা
অা‌সো য‌দি একলা পা‌খি
এঁ‌কে দে‌বো চুমোর রেখা,


অ‌ফিস ফির‌তে সন্ধা গড়ায়
বাজার করার কথা বাদে
শহু‌রে জীবন সদা তাড়ায়
বাধ্য ক‌রে তেতো স্বা‌দে,
তোমার ক‌ন্ঠে শা‌ন্তি পা‌বো
ত্রস্ত হা‌তে ফোন ধ‌রি
শা‌ন্তি অামায় কে দি‌বো
তু‌মি তখন ঘু‌মের প‌রী,


ক্ষ‌মো অামার অনিচ্ছার দায়
ঘু‌মে জড়াও স্ব‌র্গের খেশ্
পেট বাঁচা‌তে সবই যায়
গিল‌তে ক‌তো বি‌ষের শ্লেষ,
বল‌ছি তোমায় বড্ড ধী‌রে
ক‌ত্তো যে হায় ভালবা‌সি
চু‌মো তোমার অাঁ‌খি নী‌ড়ে
প্রা‌তের প্রথম র‌বি র‌শ্মি।