আকাশ যেথায় চুমেছে ভূমি
দিগন্তের ঐ শেষ মাথায়
ধরণী যেথায় রয়েছে ঘুমি
সরষে ফুলের আরাম কাঁথায়,
সেথায় যদি আসো তুমি
লোকালয় ছাড়ি শুধু একা
ঠুকবে সালাম আনত আকাশ
পাবে সেই সন্ন্যাসীর দেখা।
সুখ সকল তোমাকে সঁপে
সন্ন্যাসী হয়েছি নির্জন ধরায়
বয়ে এনেছি বেদনা সকল
চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গায়।
যৌবন সায়াহ্নে আসো যদি
বাঁশি হাতে রবো তদবধি
ছায়ায়-মায়ায় সুরের পৃথিবী
সাজাবো যেমন বিধির বিধি।