তু‌মি অা‌ছো তাই অা‌মি অা‌ছি
দূ‌রে থা‌কো কেন মিছা‌মি‌ছি?
ভা‌লো কি থা‌কো তু‌মি তা‌তে
জিজ্ঞা‌সো একবার নি‌জের সা‌থে,
অ‌ভিমা‌নে কসম্ কতই তো ক‌রো
ক্ষণপ‌রে অাবার গদগ‌দে ভ‌রো,
এই ভুলই শেষ ভুল হ‌য়ে থাক
শ্রাবন ধারায় যাক সব ধুঁ‌য়ে যাক।


সব রং নি‌য়ে তু‌মি ‌সেঁ‌জো
অামায় শুধু নীলটুকো দিও
উ‌ল্টেপা‌ল্টে যত খু‌শি ভেঁ‌জো
শুধু অামায় অাপন ক‌রে নিও,
চাইনা অ'টু‌কো পেওনা তু‌মি ভয়
কানায় কানায় ভরা ভা‌বের সিন্ধু
এক র‌ত্তি হ‌লেও হ‌বেনা‌কো ক্ষয়
হোক সুঁ‌চের অাগায় এক বিন্দু।


বালু‌তে বানাই অা‌মি ভাস্কর্য
তু‌মি যেন তা ধ্ব‌সে না দিও
তাল‌ু‌তে অাঁ‌কি অা‌মি কারুকার্য
তু‌মি যেন তা মু‌ছে না নিও,
তু‌মি অামার শ্রোতা হ‌'‌য়ো
বেসু‌রো গলায় গাই‌লে গান
অামার সা‌থে উজান বা'‌য়ো
গলায় গলায় ধ'‌রো তান।