ফেঁ‌টে চৌ‌চির স্ত‌রের পর স্তর
ভূ-পৃষ্ঠ থে‌কে পাতা‌লের তল
ক্ষ‌ণে ক্ষ‌নে ফুঁ‌সে ও‌ঠে
নয়ন সাগ‌রের অবাধ্য জল,
বালুকা‌বেলায় মি‌ছে অাঁ‌কিবু‌কি
বা‌ড়ে ‌কেবল হৃদক‌ম্পের ঝুঁ‌কি;
গনগ‌নে রোদময় হাঁ‌পি‌য়ে ওঠা দুপুর
ভে‌সে অা‌সে কোথা হ‌তে
বেহালার ব্যথা ভরা সুর,
স্ব‌স্তি পে‌তে ডা‌লেডা‌লে লম্ফঝম্ফ
কেবলই বা‌ড়ে অাচানক হৃদকম্প;
খোয়া‌বের তো‌ড়ে দূ‌রে ভে‌সে চলা
মে‌ঘের উপর পাতা কুয়াশার ভেলা,
দুঃস্ব‌প্নের অাঁচ‌ড়ে হয় দগদ‌গে ক্ষত
জোনাকী হ‌য়ে ঘো‌রে ব্যথার কথা যত,
হঠাৎ ভা‌ঙ্গে দুঃশ‌ব্দে ঘুম কুম্ভ
শুধুই বা‌ড়ে থরবড় হৃদকম্প।