জল-পালকী, চলিবি না ঢলিবি?
করিবি চালাকি? বে-লাজ্ পালকী,
উছলাইয়া উঠিবে আজি জলধী’র ঢল’কি?
কইস্ না কেনো; তোর তাল’কি?
জলবিহারে আনিয়া সখিরে, দেখি তোর
এ কোন্ বেহুশা ছল’কি?
জল-পালকী ?


ফাঁপিয়া উঠিতেছে জল
কমিতেছে মনের বল
তটিনীরে একটিবার বল্,
সাঁতার জানেনা মোর সখি
থামাইতে বল এই নিষ্ঠুর ভেলকি
জল-পালকী, জল-পালকী…


উদোম হাওয়ায় বাদাম ঊড়িয়া গেলে
সখি যদি পড়িয়া যায় জলেরই তলে,
ভাবিয়া রাখিস্
হবে তোর হাল’কি?
জল-পালকী, দেখিয়া ছাড়িবো
এই জলধী’র তল’কি?
জল-পালকী…


ডাঙ্গায় চড়াইয়া ছড়াইবো ছাঁই
তোরে পোড়াইয়া; জানিস ভাই,
সুবোধ সখি, অবোধ আমার
কিঞ্চিৎ যদি ডরে
ছাড়িবোনা আমি তোরে,
পোড়াইয়া দেখিবো; তোর খেল’কি?
জল-পালকী, জল-পালকী।