ঘুচাই‌তে কা‌কের দু‌র্নিবার ম‌নো‌বিলাস
ময়না‌দের ইস্কু‌লে ক‌রি‌তে লা‌গি‌লো কেলাস্ ,
সক‌লি না‌কি তা‌রে ক‌হে
কাকের নাচন স‌ুন্দর ন‌হে !
কি সুন্দর ময়নার নাচ অাহা
কাক শি‌খি‌বে নিশ্চয়ই তাহা,
ক‌রিয়া‌ছে ম‌নে বড্ড পণ
খুঁই‌য়ে হই‌লেও সকল ধন;
যতনে ক‌রিয়া শরী‌রে বা‌র্নিশ
ওস্তাদের পা‌য়ে ক‌রে ভ‌ক্তিভরা কু‌র্নিশ
গদগদ গলায় কা‌কে কহে
এ জাত অামার পছন্দ ন‌হে
লা‌গি‌য়ে দিন ময়নার ক'টা অালগা পালক
ঠিকঠাক দেখাই‌বো অা‌মি না‌চের ঝলক;
গুরু খিল‌খিল ক‌রিয়া হা‌সিয়া ও‌ঠে
ত‌বে ময়নার গান তোল দে‌খি ঠোঁ‌টে;


জা‌তের কা‌লি মু‌ছি‌বেই এই তেষ্টা
অনবরত কাক ক‌রি‌তে লা‌গি‌লো চেষ্টা,
গলা না‌হি মি‌লে ময়নাদের সা‌থে
নাচ‌নের ছন্দেও তাল হারায় ঘাঁতে,
হঠাৎ হাল ছা‌ড়িয়া দি‌য়া কা‌কে কয়
হায় ! এ বু‌ঝি অামার কম্ম নয় !


অা‌সি‌লো ফি‌রিয়া অাপন ঘ‌রে
অার না‌হি যা‌ই‌বো প‌রের ত‌রে
গা‌হি‌বো ‌নি‌জের কর্কশ বু‌লি
ধর‌ণীকে অা‌মি জাগাই‌বো তু‌লি,
অাপন না‌চের ছ‌ন্দে ছ‌ন্দে
তু‌লিব ঝংকার মৃদু ম‌ন্দে,
যাহা অা‌ছে মোর তাহার কদর
দ্বীনতা না‌হি ঢা‌কে শৌ‌র্যের চাদর,


ক্ষণকাল প‌রে স‌ম্বি‌তে ফি‌রে
অাপনা নাচ‌নের তাল হারাইয়া‌ছে ও‌রে !
প‌রে নাচন শি‌খিবার তাল‌গো‌লে
অাপনা নাচন গিয়া‌ছে সে ভু‌লে;
ডুক‌ড়িয়া কাঁ‌দিয়া কাঁ‌দিয়া কা‌কে কয়
পাই‌তে চা‌হি‌য়োনা যাহা জন‌মে হইবার নয়,
অাপন স্বত্ত্বায় অা‌বেশ ক‌রো ব‌সে নিরালায়
হারাইবার না‌হি কিছু রয় তুষ্ট থা‌কি‌লে তায়।