একঝাঁক তীর একসা‌থে বিঁ‌ধে
পাঁজরটা এ‌ফোড়-ও‌ফোড় ক‌রে বে‌রি‌য়ে‌ছি‌লো,
ভয়ংকর ব‌্যব‌চ্ছেদ হ‌য়ে‌ছিল নিষ্পাপ ভালবাসার
অার বিবস্ত্র ক‌রে অ‌স্ত্রোপাচার হ‌য়ে‌ছি‌লো
উ‌দ্দেশ্য; তোমা‌কে অালাদা করার,
নিজ ভূ‌মে হ‌য়ে‌ছি ফেরার !
ব‌লি‌নি , কাউ‌কে না, তোমা‌কেও না,


কিছু কীট্ পদত‌লে বিড়‌বিড় ক‌রে‌ছে
অস্ব‌স্তি-ই বা‌ড়ি‌য়ে‌ছে কেবল
টলা‌তে পা‌রে‌নি,
শকু‌নের দল অ‌ভিশপ্ত ছায়া ফে‌লে
চমকা‌তে পা‌রে‌নি,
অা‌গ্নেয়‌গি‌রির লাভার স্র‌ো‌তে হাবুডুবু খে‌য়ে‌ছি
যুদ্ধ‌ক্ষে‌ত্রে হা‌রি‌নি,
ব‌লি‌নি, কাউ‌কে না, তোমা‌কেও না,


শে‌ষে হে‌রে গেলাম নি‌জের কা‌ছে
তু‌মি বুঝ‌নি ব‌লে
দন্ডটা বেশ গুরু দি‌য়ে‌ছো
প‌দে প‌দে বুঝলাম প‌লে প‌লে,
ক্ষ‌য়ে ক্ষ‌য়েও র‌য়ে গেলাম
পুনশ্চ নি‌জেরই কা‌ছে হে‌রে গেলাম,
বল‌বো না, কাউ‌কে না, তোমা‌কেও না।